ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে নারায়ণগঞ্জে শামীম আশরাফ নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে শামীম চৌধুরী নামের এক ব্যক্তির মন্তব্যের জবাবে অবমাননাকর ভাষায় মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সোমবার দুপুরে ওই মন্তব্যটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে অসংখ্য মানুষ পোস্ট দিতে থাকেন।
এ নিয়ে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়লে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হওয়ার আগে ‘শামীম আশরাফ’ নামে ফেসবুক পেইজ থেকে এক পোস্টে তিনি লেখেন, “আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
জেলা ডিবির (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, “শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেছেন। এতে স্থানীয়ভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”