ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে জরুরি বিভাগে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনি প্রচারণার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার দিকে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ বলছে, কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
