হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেল

osman hadi shot purana paltan

রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দিনের আলোয় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। জুমার নামাজের পর তুলনামূলক ফাঁকা রাস্তায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা শুনতে পান রিকশা থেকে ‘বাঁচাও, বাঁচাও’—হাদির আর্তচিৎকার।

আজ শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ব্যাটারিচালিত রিকশায় করে ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন হাদি। এ সময় খুব কাছ থেকে ছোড়া গুলিতে তাঁর মাথা ও কানের পাশে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসার পর তাঁকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদি গত বছরের গণ–অভ্যুত্থানের পর বিভিন্ন আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকায় আলোচনায় আসেন। কয়েক সপ্তাহ আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং নিয়মিত গণসংযোগ করছিলেন।

ঘটনার সময় রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন সাজ্জাদ খান নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, জুমার নামাজ শেষে বেরিয়ে ডক্টর টাওয়ারের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তখন দেখেন, একটি ব্যাটারিচালিত রিকশায় হাদির পাশেই আরেকজন বসা। ঠিক তাদের পেছনে একটি মোটরসাইকেল অনুসরণ করছিল। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে ছিল কালো চাদর, যা দিয়ে তার হাত ঢাকা ছিল।

সাজ্জাদ বলেন, মোটরসাইকেলটি রিকশার বরাবর এলে পেছনে থাকা আরোহী হঠাৎ চাদরের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র বের করেন এবং খুব কাছ থেকেই হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মুহূর্তের মধ্যে তারা বিজয়নগরের দিকে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, ডিবি ও র‍্যাব ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।