সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন হাসিনা— ট্রাইব্যুনালে সাক্ষীদের অভিযোগ

sheikh hasina accused false testimony

ইসলামী বক্তা ও জামায়াত ইসলামীর সাবেক নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিন সাক্ষী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন তারা। অভিযোগকারীরা হলেন—মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন।

অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সালে পিরোজপুর-১ আসনের তৎকালীন এমপি একেএম আউয়াল মাহবুবুলকে সাঈদীর বিরুদ্ধে মামলা করার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পিপি কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন চালান। একপর্যায়ে মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে প্রথম সাক্ষী হিসেবেও হাজির করা হয়। অভিযোগকারী বাকি দুই সাক্ষীরও একইভাবে জবানবন্দি নেওয়া হয়।

অভিযোগে শেখ হাসিনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারক এটিএম ফজলে কবিরসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ২১ আগস্ট একই মামলায় গুম ও নির্যাতনের অভিযোগে সাক্ষী সুখরঞ্জন বালি শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।