গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে আগামী ২৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলার মোট আসামি ১১ জন হলেও এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
এদের মধ্যে মেজর জেনারেল জিয়াউল আহসান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। বাকি আসামিদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।