সাবেক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অবস্থান নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বর্তমান অবস্থান বা কর্মকাণ্ড সম্পর্কে সরকারিভাবে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এই স্পিকারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সাবেক স্পিকারের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অফিসিয়াল নির্দেশনা বা তথ্য নেই। বিষয়টি নীতিনির্ধারক পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
অন্যদিকে আইন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “তার বিষয়ে আদালতের নির্দেশনা বা আইনি প্রক্রিয়া শুরু হলে তবেই মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।”
সরকারের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও স্বীকার করেন যে, শিরীন শারমিনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই। তবে কেউ কেউ দাবি করছেন, তিনি রাজধানীর কোনো আত্মীয়ের বাসায় অবস্থান করছেন; অন্যদিকে কেউ কেউ বলছেন, তিনি বিদেশে অবস্থান করছেন—যা যাচাই করা যায়নি।
সরকারি কোনো সংস্থা এখন পর্যন্ত সাবেক স্পিকারের অবস্থান বা চলাচল সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সাল থেকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতির সামনের সারি থেকে কিছুটা দূরে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা উল্লেখ করেছেন।
