শান্ত স্বভাবের ক্রিকেটার হিসেবে পরিচিত ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে লর্ডসে চলমান টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের শেষভাগে দেখা গেল ভিন্ন এক গিলকে—আক্রমণাত্মক, ক্ষিপ্ত এবং মুখে অশ্রাব্য শব্দ।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে ভারত প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে মাত্র এক ওভার। কিন্তু সেই এক ওভারেই ঘটে যায় বিতর্ক। সময় নষ্টের অভিযোগে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলির ওপর চড়াও হন গিল। সম্প্রচার মাইকে স্পষ্ট শোনা যায়, ক্রলির উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক।
সময় নষ্টের অভিযোগে গিলের ক্ষোভ
শেষ বিকেলের কঠিন সময়ে ব্যাটিং করা সবসময়ই চাপের। এর সুযোগ নিতে ব্যাটাররা প্রায়ই সময় নষ্ট করে থাকেন। গতকালও এমনটা করেন জ্যাক ক্রলি। যশপ্রীত বুমরাহ বল হাতে রানআপে দৌড়ানোর সময় দুইবার স্টাম্প ছেড়ে সরে দাঁড়ান ক্রলি, যা গিল ভালোভাবে নেননি।
এরপর ওভারের চতুর্থ বলে আঙুলে আঘাত পান ক্রলি, ফিজিও আসেন মাঠে। ভারতের খেলোয়াড়রা ব্যঙ্গাত্মকভাবে হাততালি দিয়ে প্রতিক্রিয়া দেখান। শুধু এক ওভার শেষ করতেই সময় লেগে যায় প্রায় ৭ মিনিট, যার ফলে দিনের শেষ দুই ওভার বল করার সুযোগও হারায় ভারত।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে ইংল্যান্ড দলের বিশেষজ্ঞ কোচ টিম সাউদি বলেন,
‘দিন শেষে দুই দলের উত্তেজনা দেখতে ভালো লাগে। তবে গিল যেভাবে ক্ষিপ্ত হয়েছেন, সেটাকে দ্বিচারিতা ছাড়া আর কিছু বলা যায় না। কাল (দ্বিতীয় দিন) তো গিল নিজেই মাঠে শুয়ে ম্যাসাজ নিচ্ছিলেন। তখন কী নিয়ে অভিযোগ করেছিলেন তাঁরা?’
তিনি আরও বলেন, ‘দিনের শেষে এমন কিছু খেলারই অংশ, এটাকে নেতিবাচকভাবে না দেখাই ভালো।’
ঘটনার পর ভারতের ক্রিকেটার লোকেশ রাহুল অবশ্য কিছুটা মিতভাষী। তিনি বলেন,
‘আমি একজন ওপেনার হিসেবে ক্রলির পরিস্থিতি বুঝতে পারি। শেষ পাঁচ মিনিটে কী ঘটেছিল, সেটা ওপেনাররা ভালো বুঝবেন। এটা খেলারই অংশ।’