আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন – সোহেল তাজ

Sohel Taj statement on gopalganj attack

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ। তিনি হামলাটিকে ‘নিষ্ঠুর হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছেন এবং এর জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ লেখেন, “আমি মনে করি, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির ওপর যেভাবে হামলা হয়েছে, তা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি সুপরিকল্পিত চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।”

তিনি আরও বলেন, “আত্মোপলব্ধি, আত্মসমালোচনা কিংবা অনুশোচনা তো দূরের কথা—শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হত্যা, গুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছে। এখন দেশের ছাত্র-জনতার প্রতিবাদে আতঙ্কিত হয়ে গোপালগঞ্জের মতো হামলার নির্দেশ দিচ্ছে। এটাই ফ্যাসিবাদের নগ্ন রূপ।”

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পুলিশের উপস্থিতির মধ্যেই হামলার ঘটনা ঘটে। এনসিপি দাবি করেছে, আওয়ামী লীগের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এর পরদিনই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।