দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি কমেছে ১ হাজার ৩৯ টাকা। ফলে নতুন দামে এক ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়।
রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
- ২২ ক্যারেট সোনার প্রতি ভরি: ২,০৭,৯৫৭ টাকা
- ২১ ক্যারেট সোনার প্রতি ভরি: ১,৯৮,৪৯৮ টাকা
- ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি: ১,৭০,১৪৩ টাকা
- সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি: ১,৪১,৪৯৬ টাকা
বাজুস জানায়, সোনা বিক্রির সময় সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তন হতে পারে।
এর আগে ২২ অক্টোবর বাজুস সোনার দাম সমন্বয় করে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৮ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে—যার মধ্যে ৪৮ বার বৃদ্ধি এবং ২০ বার হ্রাস করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫,৪৭০ টাকা, ২১ ক্যারেট ৫,২১৪ টাকা, ১৮ ক্যারেট ৪,৪৬৭ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩৫৯ টাকায়।
