ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী স্পষ্ট জানিয়ে দিলেন— সন্ত্রাস চলতে থাকলে পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। (সূত্র: এএনআই)
সৌরভ বলেন, “হ্যাঁ, ১০০ ভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনও তামাশা নয় যে বছর বছর একই ঘটনা ঘটতেই থাকবে।” তার মন্তব্য স্পষ্ট— দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় দেওয়া চলবে না।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ তো অনেক আগেই বন্ধ হয়েছে। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকে, যাতে বড় ম্যাচের উত্তেজনা বজায় থাকে।
কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এবার আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারত-পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখার অনুরোধ করতে পারে। সৌরভ গাঙ্গুলী এই সম্ভাবনাকেও সমর্থন করেছেন। তিনি বলেন,
“বোর্ড যদি আইসিসিকে চিঠি দেয়, সেটি একেবারে ঠিক সিদ্ধান্ত হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটাই যোগ্য জবাব।”
উল্লেখযোগ্যভাবে, ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালের ক্রিকেট মৌসুমে। এরপর শুধুমাত্র বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক আসরে দুই দল মুখোমুখি হয়েছে। রাজনৈতিক টানাপোড়েন আর সীমান্ত উত্তেজনা দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ককে কার্যত স্থবির করে দিয়েছে।
সৌরভ গাঙ্গুলী শুধু একজন প্রাক্তন ক্রিকেটারই নন, তিনি ভারতীয় ক্রিকেট সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর কণ্ঠে এমন কড়া বার্তা আসা মানে দেশের ক্রীড়াজগতেও সন্ত্রাসের বিরুদ্ধে এক ধরনের অভিন্ন অবস্থান গড়ে উঠছে। এবং সেই অবস্থান আবেগ নয়, বরং বাস্তবতার মাটি ছুঁয়ে তৈরি হয়েছে।