স্পেনে পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দিচ্ছে সরকার

spain

ইউরোপের দেশ স্পেনে অবস্থানরত পাঁচ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধভাবে দেশটিতে বসবাসের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের নেতৃত্বাধীন সরকার সোমবার এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মঙ্গলবার একটি রয়েল ডিক্রি জারি করা হবে বলে জানিয়েছে সরকার।

এই উদ্যোগটি হবে গত দুই দশকের মধ্যে স্পেন সরকারের নেওয়া অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের সবচেয়ে বড় পদক্ষেপ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে যারা স্পেনে বসবাস করছেন, তারা এই নিয়মিতকরণের সুযোগ পাবেন।

নিয়মিত হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে স্পেনে টানা অন্তত পাঁচ মাস থাকার প্রমাণ দেখাতে হবে। রয়েল ডিক্রি অনুযায়ী, শর্ত পূরণকারী আবেদনকারীদের প্রথমে এক বছরের জন্য একটি প্রভিশনাল রেসিডেন্স পারমিট দেওয়া হবে, যা পরবর্তীতে সরকারের নির্ধারিত শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য হবে।

রেসিডেন্স কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসীরা বৈধভাবে কাজ করার অনুমতিপত্র পাবেন। পাশাপাশি তারা স্পেনের সরকারি স্বাস্থ্য বিমা ও সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত হবেন।

এই সিদ্ধান্তের আওতায় ঠিক কতজন অভিবাসী নিয়মিত হবেন, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করেনি স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ধারণা, এই সংখ্যা পাঁচ লাখের বেশি হতে পারে। সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে স্পেনে মূলধারার বাইরে থাকা অভিবাসীর সংখ্যা প্রায় আট লাখ ৫০ হাজার।

সরকারের দাবি, এই গণহারে নিয়মিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ শ্রমশোষণ রোধ করা সম্ভব হবে। পাশাপাশি এর ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে এবং আনুষ্ঠানিক খাতে শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, স্পেনের আঞ্চলিক ইমিগ্রেশন অফিসগুলো ইতোমধ্যেই অতিরিক্ত চাপে রয়েছে। নতুন এই নিয়মিতকরণ প্রক্রিয়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।