ইউরোপজুড়ে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনে। দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, টানা ১৬ দিনের তাপপ্রবাহে সেখানে ১,১০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ মৃত্যুগুলো অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে।
স্পেনের জনস্বাস্থ্য সংস্থা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এ তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়েছে দেশের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)–এর ডেটা। এটি ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ নির্ধারণ করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর তথ্যও যুক্ত করা হয়েছে।
যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে গরমকে নিশ্চিত করেনি, তবে এটি এমন মৃত্যুর নির্ভরযোগ্য অনুমান দেয় যেখানে তাপপ্রবাহ বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।
এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন মানুষ মারা গেছে তীব্র গরমে—যা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী, তীব্র এবং ঘনঘন হয়ে উঠছে। ফলে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।