সিলেটে রাস্তায় শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে

Sylhet student movement

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে টানা উত্তেজনায় সিলেট নগরজুড়ে ছিল স্থবিরতা। সম্প্রতি শেখ হাসিনার দেশত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন শহরবাসী। শেখ হাসিনার পতনে এ সময় বিভিন্ন স্থাপনা, দোকানপাট ও আওয়ামী সমর্থক রাজনীতিকদের ঘরবাড়িতে হামলাও চালানো হয়।

তবে সবকিছু ছাপিয়ে বুধবার (৭ আগস্ট) সকাল থেকে সিলেট নগরে গাড়ির চাকা সচল তে শুরু করছে, খুলেছে দোকানপাটও। যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে সিলেট নগরী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সারা দেশের মতো সড়কে নেমে আসে সিলেটের সাধারণ মানুষও। এরপর অনেকটা ভেঙে পড়ে সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা। সড়ক ও ফুটপাতে জমে থাকে ময়লা আবর্জনার স্তূপ। গত মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও  ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে। এরপর ধেকে সিলেটের বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের। আনসারদের সহযোগীতায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে নিজেদের সম্পৃক্ত করে তারা প্রমাণ করেছে যে, তারা শুধুমাত্র ভবিষ্যতের নাগরিকই নয়, বরং আজকের সমাজেরও গুরুত্বপূর্ণ অংশ।