সুষ্ঠু ও সুন্দর ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সব কিছুই নিচ্ছে কমিশন। নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ করা হয়েছে।”
এদিন সকাল-বিকাল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে এবং বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। শিক্ষাবিদদের মধ্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ আরও অনেকে আমন্ত্রিত ছিলেন।
ইসি সূত্র জানিয়েছে, পূজার ছুটি শেষে অক্টোবরের শুরুতে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন।