সিলেট বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট অঞ্চলের একটি দল।
অভিযান চলাকালে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে ৫টি ব্লাংক চেক, ৩টি মোবাইল ফোন ও একটি হকিস্টিক জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এই হকিস্টিকটি ব্যবহার করে তিনি বিভিন্ন সময় সেবা নিতে আসা গ্রাহকদের শারীরিকভাবে নির্যাতন করতেন।
এছাড়াও, রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদনপত্রের সঙ্গে লাগানো অবস্থায় ৫ হাজার টাকা উদ্ধার করা হয়, যেটি ঘুষ লেনদেনের প্রাথমিক আলামত হিসেবে গণ্য করা হচ্ছে।
দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন,
“সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। দেলোয়ার হোসেনের কক্ষ থেকে পাওয়া মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ফোন বর্তমানে যাচাই-বাছাই করে বিআরটিএ পরিচালকের জিম্মায় দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রাহকদের অভিযোগ রয়েছে, দেলোয়ার হোসেন হকিস্টিক দিয়ে ভয়ভীতি দেখাতেন এবং ঘুষ না দিলে হয়রানি করতেন। আমরা সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি, সেগুলো বিশ্লেষণ করে কমিশনে পাঠানো হবে।”