সেভেন কিংস পার্ক, ইলফোর্ডে বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেটের চারটি শীর্ষ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শেষ হলো সিলেট নির্মাণ স্কুল ক্রিকেট লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ৮ উইকেটের জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ (সিলেট অ্যালামনাই ইউকে টিম)।
শুরুর দিন থেকেই ধারাবাহিকভাবে দাপট দেখানো জামিয়া ফাইনালেও ছিলেন এক কথায় দুরন্ত। প্রতিপক্ষ দি এইডেড হাই স্কুল টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। দলের হয়ে আবু রাহি করেন ৪০ রান (২৫ বল), রাজু আহমেদ ৩৯ (২২ বল) এবং ফরহাদ সায়েম করেন ২৪ রান (২১ বল)।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং প্রদর্শন করে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল। জনি ৩৯ বলে অপরাজিত ৫৬ রান করেন, জাহিদ আহমেদ ঝোড়ো ইনিংসে মাত্র ২৪ বলে অপরাজিত ৫৬ রান এবং মুহাম্মদ ইশতিয়াকুর রহমান ৩১ বলে মূল্যবান ২৮ রান যোগ করেন।
জয়ের লক্ষ্যে ১৫৭ রানের লক্ষ্য জামিয়া ছুঁয়ে ফেলে মাত্র ১৯.২ ওভারে, হাতে থাকে ৮ উইকেট। খেলা শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাহিদ আহমেদ। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সেরা ব্যাটার হন জনি এবং সেরা বোলার নির্বাচিত হন আদনান।
এই টুর্নামেন্টে অংশ নেয় সিলেটের চারটি ঐতিহ্যবাহী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের দল—শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল, দি এইডেড হাই স্কুল, ব্লু বার্ড হাই স্কুল এবং সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল। খেলোয়াড়দের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সিলেটি অসংখ্য সমর্থক।
ফাইনাল ম্যাচটি উপভোগ করেন জামিয়া’র সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুস শাকুর, সাবেক কাউন্সিলর কয়েস লোদী এবং উভয় বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী।