চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে দলটি। এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স জানায়, ‘শ্রদ্ধা ও অনুপ্রেরণার নিদর্শন’ হিসেবে ঢাকার বিপক্ষে পাওয়া এই জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই জয় একতা, বিশ্বাস ও ধৈর্যের প্রতিফলন। এমন পারফরম্যান্স বাকি ম্যাচগুলোতেও ধারাবাহিকতা বজায় রেখে টাইটান্সের প্রতিযোগিতামূলক মানসিকতাকে আরও দৃঢ় করবে। মাঠে ও মাঠের বাইরে অনুপ্রেরণা জোগাবে—এমন পারফরম্যান্স ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে ঢাকার বিপক্ষে পাওয়া এই জয় তাকে উৎসর্গ করার বিষয়টি নিশ্চিত করে সিলেট টাইটান্স।
চলতি বিপিএলে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিলেট টাইটান্স।
