অবশেষে গুঞ্জনই সত্যি হলো—আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অনড় অবস্থান নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অংশ নেবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসন্ন বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল টাইগাররা।
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে শুরু থেকেই নিজেদের অবস্থানে অনড় ছিল বিসিবি। শত চাপ ও আইসিসির একাধিক আলোচনার পরও অবস্থান পরিবর্তনে রাজি হয়নি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। শেষ পর্যন্ত আইসিসির দেওয়া আল্টিমেটামও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আইসিসি।
এই পরিবর্তনের ফলে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
এর আগে গত ৪ জানুয়ারি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে না। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। প্রথমদিকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত বাংলাদেশের সেই প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় ভ্রমণে অনাগ্রহ প্রকাশ করে। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও ক্রিকেট আয়ারল্যান্ড সেই প্রস্তাব গ্রহণ করেনি। ফলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন কার্যত অসম্ভব হয়ে পড়ে।
এ বিষয়ে জানা গেছে, আয়ারল্যান্ড যেন বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে সম্মত না হয়, সে লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লোভনীয় আর্থিক প্রস্তাব ও দ্বিপাক্ষিক সিরিজের আশ্বাস দেওয়া হয়। এতে করে শেষ পর্যন্ত আইসিসিও বাংলাদেশের দাবিকে আমলে নিতে ব্যর্থ হয়।
এদিকে, নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। একই সুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ১০ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমকে জানান, ভারতের অন্য কোনো ভেন্যু হলেও বাংলাদেশ সেখানে খেলবে না। কেবল শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন করা হলে তবেই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ—এমন অবস্থানই ছিল বিসিবির।
আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠালেও সেটিও কার্যকর হয়নি। বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে ম্যাচ আয়োজনের আহ্বান জানালেও আইসিসি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকে।
