বাংলাদেশের অনড় সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে চাপে জয় শাহ

Bangladesh joy shah ICC india t20 world cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয় দফা চিঠি দিয়েছে বিসিবি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই সংকটের গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তবে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, হঠাৎ করে এই জটিল সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য সহজ হবে না।

এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, আইসিসিকে পাঠানো বিসিবির প্রথম চিঠিতে বাংলাদেশ জানিয়েছিল, তারা ভারতে খেলতে আগ্রহী নয় এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানো হয়েছিল। তবে দ্বিতীয় চিঠিতে এসে পুরো প্রেক্ষাপটই বদলে গেছে।

পরবর্তী চিঠিতে বিসিবি স্পষ্টভাবে উল্লেখ করেছে, বিষয়টি এখন আর শুধুমাত্র যাতায়াত নিরাপত্তা কিংবা সুযোগ-সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রশ্ন।

এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনা। ভারতীয় উগ্রপন্থীদের দাবির মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন অভিযোগ থেকেই বিসিবির মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের অবস্থান নিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চললেও, দ্রুত কোনো সমাধানে পৌঁছানো যাবে কি না—তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।