বন্ধুত্বের কথা বিবেচনা করে তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিবেন সৌরভ

Taskin Ahmed allegation

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন তার শৈশবের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও সৌরভ জানিয়েছেন, তাসকিনের ক্যারিয়ারের কথা ভেবে তিনি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছেন।

সৌরভের অভিযোগ, তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে মারধর করেন এবং ভয় দেখান। তবে তাসকিন এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন লেখেন, গুজবে বিভ্রান্ত হবেন না।”

অভিযোগকারী সৌরভ গণমাধ্যমে বলেন, “তাসকিনের সঙ্গে এখনও পুরোপুরি কথা হয়নি। ওর ক্যারিয়ারের কথা বিবেচনা করেই আমি অভিযোগ তুলে নিতে চাই। তবে আমাদের মধ্যে আগে বিষয়টি পরিষ্কারভাবে মীমাংসা হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি মামলা করিনি, কেবল অভিযোগ করেছি। আমার উদ্দেশ্য কখনোই ছিল না তাসকিনের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা। তবে আমার নিজের নিরাপত্তাও নিশ্চিত হওয়া জরুরি।”

সৌরভ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে বিষয়টির সমাধান চান তারা। তার ভাষায়, “তাসকিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। বাইরের কেউ সেটি নিয়ে বাড়াবাড়ি না করলেই ভালো হয়।”