বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাসায় ফিরে তিনি ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।
তামিম বলেন, “আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়। উথালপাতাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে নতুন করে আবিষ্কার করেছি। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবব্রত পাল, বিকেএসপির চিকিৎসকেরা এবং যারা তখন পাশে ছিলেন, অ্যাম্বুলেন্সের চালক—সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব কীভাবে, আমার জানা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডালিম ভাই যদি তখন সঠিকভাবে সিপিআর না দিতেন, হয়তো আমাকে বাঁচানো যেত না। আল্লাহর রহমতে তিনি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।”
তামিম আরও বলেন, “মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিম শুরু থেকেই আমার পাশে ছিলেন এবং এখনো সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন। কেপিজে হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তাঁর দক্ষ চিকিৎসক দল অত্যন্ত দ্রুততার সঙ্গে চিকিৎসা করেছেন। তাঁদের পেশাদারিত্ব ও আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞ।”
হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তামিম বলেন, “এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম, তাদের হৃদ্যতার পরশ সব সময় অনুভব করব।”

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে তার ভক্তরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, খুব শিগগিরই তিনি মাঠে ফিরে আসবেন।