বিসিবি পরিচালক ‘ভারতের দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না

tamim iqubal nazmul islam bcb controversy

সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যকে কেন্দ্র করে তাকে ‘ভারতীয় দালাল’ বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার এই মন্তব্য ঘিরে।

শুক্রবার (৯ জানুয়ারি) একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল ইসলাম বলেন,
‘যদি আমি শব্দটা ইংরেজিতে বলতাম, তাহলে হয়তো এতটা প্রতিক্রিয়া হতো না। আমি নিজেও একজন দালাল—পার্থক্য শুধু এটুকুই যে আমি বাংলাদেশের দালালি করছি। বাংলায় শব্দটা শুনলে একটু খারাপ লাগে।’

তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান,
‘এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশের মানুষের অনুভূতিই প্রতিফলিত করেছি।’

তীব্র সমালোচনার মধ্যেও নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নাজমুল ইসলাম। সেখানে তিনি উল্লেখ করেন, মোস্তাফিজুর রহমান ইস্যুর সময় যখন বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে ছিল, তখন ক্রীড়া উপদেষ্টা ম্যাচ স্থানান্তরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলেন।

নাজমুল ইসলাম দাবি করেন, এমন সংবেদনশীল পরিস্থিতিতে তামিম ইকবাল ‘দেশের সেন্টিমেন্টের বাইরে গিয়ে’ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি পরে ভারতের পক্ষে ব্যাট করেছেন। তিনি লেখেন,
‘এটা আমার ব্যক্তিগত মতামত। মন্তব্যটাকে অন্যভাবে গ্রহণ করবেন না।’

এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনেক ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্তদের মতে, বিসিবির একজন পরিচালকের কাছ থেকে এমন মন্তব্য দায়িত্বশীলতার অভাবেরই বহিঃপ্রকাশ।