তামিম ইকবালের ক্রিকেট অধ্যায়ের ইতি, বিসিবি নির্বাচন নিয়ে দিলেন বার্তা

Tamim Iqbal BCB gives message about elections

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও অনিশ্চয়তায় পড়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, তামিমের প্রায় দুই দশকের ক্রিকেট অধ্যায়ের পর্দা নেমেছে।

কিন্তু অবসরের পর কী করবেন এই সফল ওপেনার? এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল। সেই কৌতূহলের খানিকটা জবাব মিলেছে আজ, যখন তামিম উপস্থিত হন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে তামিম কেবল স্মৃতিচারণ করেই থেমে থাকেননি, দেশের ক্রিকেট ব্যবস্থাপনা ও বিসিবির আগামী নির্বাচন নিয়েও স্পষ্ট বক্তব্য রেখেছেন।

তামিম বলেন, “ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।”

এছাড়া আগামী বিসিবি নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে তামিম বলেন, “আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক…যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।”

তামিমের এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, হয়তো আগামী দিনে দেশের ক্রিকেট প্রশাসনেও তাঁকে দেখা যেতে পারে ভিন্ন ভূমিকায়। জাতীয় দলের মাঠের লড়াই শেষ হলেও, ক্রিকেটের উন্নয়নে তামিমের অবদান হয়তো চলবে অন্য পথে।