গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক হয় দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠলেও উন্নত চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলবেন তামিম। এ আসর অনুষ্ঠিত হবে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আকরাম খান বলেন,
“আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ এবং সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম— সবাই এই আসরে অংশগ্রহণ করবেন। তামিমের সঙ্গে কথা হয়েছে, সে নিশ্চিত খেলবে।”
এছাড়া তিনি জানান, রাজশাহী বিভাগের হয়ে খেলা মুশফিকুর রহিম এবার সিলেট বিভাগের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।
জাতীয় লিগের কুড়ি ওভারের ম্যাচ ফি বাড়িয়ে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।