হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তারেক রহমান

tarek rahman

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক লিখিত বার্তায় তিনি উৎসবটি নিশ্চিন্তে ও নিরাপদে পালনের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আবহমানকাল ধরে সব ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা দেশের ঐতিহ্যগত সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। শরতের কাশফুল আর শীতের আগমনী বার্তায় দুর্গোৎসবের আনন্দ দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

তারেক রহমান আরও বলেন, “একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি, উৎসবের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। রাষ্ট্র ও সংবিধান প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দিয়েছে। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।” তিনি সবার জন্য শান্তি, সম্প্রীতি ও নিরাপদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।