জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানীর মিরপুর-১ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর রাতেই মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ।
থানা সূত্রে জানা গেছে, ক্রিকেটার তাসকিন আহমেদ ফোনে ডেকে নিয়ে সৌরভকে কিল-ঘুষি মারেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মিরপুর থানার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সত্য এবং এ নিয়ে তদন্ত চলছে।” তবে থানার পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
জিডিতে আরও বলা হয়েছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে তাসকিন আহমেদের বক্তব্য জানার জন্য বারবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফোন রিসিভ না করায় তার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টির সত্যতা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।