গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগের পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এদিন সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা করে। পুড়িয়ে দেওয়া হয় রাজধানীসহ সারা দেশের অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। এরপর ও নিজেদের নিরাপত্তাসহ পুলিশে সংস্কার দাবিতে কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা। এতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই ক্রান্তিলগ্নে ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে আসেন শিক্ষার্থীরা।
এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রায় এক সপ্তাহের বিরতির পর সিলেটের সড়কে আজ থেকে ফিরে এসেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পুলিশ অধিদপ্তরের কর্মবিরতির কারণে গত কয়েকদিন ধরে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটেছিল। এই সময়ে সাধারণ শিক্ষার্থীরা, স্কাউট ও বিএনসিসি সদস্যরা স্বেচ্ছাসেবায় এগিয়ে এসে সড়কে যান চলাচল সুচারু রাখতে সাহায্য করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান আজ সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে গিয়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি সড়কে যানবাহন চালক ও পথচারীদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।