প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি চলছে। শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
সিইসি বলেন, আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে সচেতনতামূলক ক্যাম্পেইন।
তিনি আরও বলেন, “ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।”
এ সময় সিইসি জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা এগিয়ে চলছে। ইতোমধ্যে নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে সীমানা সংক্রান্ত শুনানি শুরু হবে এবং তা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।