লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী নি¤œাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের ভারি বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।
শুক্রবার রাত ৯টায় ডালিয়া ব্যারাজে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.১৫ মিটার, যা বিপদসীমার ওপরে। শনিবার সকাল থেকে পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পুনরায় পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকাগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে।
নীলফামারীর ডিমলা, জলঢাকা ও লালমনিরহাটের হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে ইতোমধ্যেই অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে ধানক্ষেত, সবজির জমি ও পুকুর। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই এখন যাতায়াতের একমাত্র ভরসা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে যাতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকে। তবে এলাকাবাসী এখনো আতঙ্কে আছেন, কারণ নিচু এলাকায় হাঁটুসমান পানি প্রবেশ করেছে।