রোহিঙ্গা শরণার্থীদের পাশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস: ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত

uae aid rohingya camp3 relief-

ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে, ইউএই রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড যৌথভাবে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩-এ এক মানবিক ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

এই কর্মসূচির আওতায় রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হয় জরুরি খাদ্যপণ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, শিশুখাদ্য, ও পরিধেয় পোশাক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণের পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেইন এইড বিভাগের ডিরেক্টর অব দ্য কো-অর্ডিনেশন রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলযাবি এবং ডেপুটি হেড অব মিশন হুমাইদ মোহাম্মদ আবদুল্লা দারউইশ আল তামিমি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুরো প্রক্রিয়া নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই মানবিক কর্মসূচিটি প্রামাণ্যচিত্র আকারে রেকর্ড করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং টিভি রিপোর্টাররা।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের একজন প্রতিনিধি বলেন, “এই উদ্যোগ আমাদের দেশের মানবিক মূল্যবোধের প্রতিফলন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উদাহরণ।”

এই কর্মসূচি শুধু জরুরি সহায়তা নয়, বরং মানবিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ককে আরও গভীর করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।