যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লন্ডন থেকে সাংবাদিক মশাহিদ আলী জানান, দুর্ঘটনাটি ঘটে একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে সংঘর্ষের ফলে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহত তিন তরুণ হলেন—মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল ও মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তারা সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, যার বয়স পঞ্চাশের কোঠায়।
এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ইতোমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল বলেন, এই দুর্ঘটনা পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
