ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান: জাতিসংঘ বিশেষজ্ঞ

Stop all trade with Israel

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যা চালানোর অভিযোগ এনে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ।
শুক্রবার (৪ জুলাই) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে ফ্রানচেসকা বলেন,

“ইসরায়েল এখন গণহত্যার অর্থনীতি পরিচালনা করছে। আন্তর্জাতিক সহায়তা ও অস্ত্র সরবরাহ বন্ধ না করলে এই সহিংসতা বন্ধ হবে না।”

আলবানিজ তার প্রতিবেদনের শিরোনাম দেন: “From Economy of Occupation to Economy of Genocide” — যেখানে বিশ্লেষণ করা হয় কীভাবে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের দখলদারিকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, এসব কোম্পানি ফিলিস্তিনি জনগণের উচ্ছেদ, বসতি স্থাপন, নজরদারি, সহিংসতা এবং হত্যা—সব কিছুতেই ভূমিকা রাখছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি, টেক জায়ান্ট, ভারী যন্ত্রপাতি নির্মাতা, এবং আর্থিক প্রতিষ্ঠান ইসরায়েলের উপনিবেশ নির্মাণে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত।

ফ্রানচেসকা আলবানিজ আরও বলেন,

“যখন বিশ্বনেতারা নিরব থাকেন, তখন করপোরেট লাভের জন্য মানবতা ধ্বংস হয়।”

তিনি জানান, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের শেয়ার বাজারে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সেখানে ২২ হাজার কোটি ডলার যুক্ত হয়েছে। অন্যদিকে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, লাখ লাখ বাস্তুচ্যুত, ও ৮৫ শতাংশ এলাকা সামরিক দখলে।

আলবানিজ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানান। তিনি বলেন,

“এক জাতি সমৃদ্ধ হচ্ছে, আরেক জাতিকে নিশ্চিহ্ন করা হচ্ছে—এটা স্পষ্টভাবে একটি লাভজনক গণহত্যা।”