প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (নিউইয়র্ক সময় সকাল ৯টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি ভাষণটি সম্প্রচার করে।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য ১১টি সংস্কার কমিশন গঠন করে ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার কাজ চলছে।
বিগত সরকারের দুর্নীতি ও সম্পদ পাচারের প্রসঙ্গ টেনে তিনি জানান, পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরত আনা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার। তিনি উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধ অর্থ পাচার রোধে আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন ও প্রয়োগের আহ্বান জানান।
ভাষণে বিভ্রান্তিমূলক প্রচারণা, ভুয়া সংবাদ ও ‘ডিপফেক’–এর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অপতৎপরতা সামাজিক সম্প্রীতি ও আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছে। রোহিঙ্গা সংকট কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং আন্তর্জাতিক মানবিক দায়িত্ব। তবে তহবিল সংকটের কারণে ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে নতুন দাতাদের সহায়তা আহ্বান করেন তিনি।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে ইউনূস বলেন, “বিশ্বের চোখের সামনে গণহত্যা চলছে। শিশুদের না খেয়ে মারা যাওয়া এবং হাসপাতাল, স্কুল ধ্বংস করে দেওয়া মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে।” পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তিনি।