যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপ: জবাবের অপেক্ষায় বাংলাদেশ, লবিস্ট নিয়োগ করেনি সরকার

us bangladesh trade talks portubangla

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাড়তি শুল্ক আরোপ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকেই পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাংলাদেশ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বশিরউদ্দীন বলেন, “আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে করণীয় সম্পর্কে একটি চিঠি দিয়েছি। এখন সেই চিঠির জবাব ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব পেলেই আমাদের দল যুক্তরাষ্ট্রে যাবে।”

১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে – এমন পরিস্থিতিতে সময় স্বল্পতার বিষয়টি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “যতটা আমাদের প্রয়োজন, ততটাই যুক্তরাষ্ট্রেরও। আমরা কোনো স্থবিরতা ছাড়াই আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছি। সবকিছু প্রস্তুত, আমন্ত্রণ পেলেই রওনা হবো।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি ভালো কিছু হবে। উনারা (যুক্তরাষ্ট্র) আমাদের বক্তব্য বুঝবে বলেই প্রত্যাশা করছি।”

লবিস্ট নিয়োগ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেন, “সরকার নিজস্বভাবে কোনো লবিস্ট নিয়োগ করেনি। ব্যবসায়ীরা চাইলে সেটা তাদের এখতিয়ার। তবে এ ধরনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাঠামোয় লবিস্ট কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে সন্দেহ আছে।”

তিনি জানান, “বিষয়টি জটিল। আইনি ও প্রশাসনিক অনেক স্তরে কাজ করতে হচ্ছে, যা একজন লবিস্টের পক্ষে বোঝা কঠিন। গত ১৫ দিন আমরা দিন-রাত আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। প্রায় সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজের অভিযোগ নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কাজ করার প্রশ্নই ওঠে না। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং আন্তঃমন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টার প্রমাণই সেটা।”