বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনে আংশিক অগ্রগতি, আজ শেষ দিন

US BD TRARIFF

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের প্রতিনিধি দল বর্তমানে বিদ্যমান বাণিজ্য কাঠামো, শুল্ক নীতিমালা এবং ভবিষ্যৎ বাণিজ্যের দিক-নির্দেশনা নিয়ে বিশদ আলোচনা করে। কিছু বিষয়ে উভয় দেশ সমঝোতায় পৌঁছালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

ওয়াশিংটন সময় অনুযায়ী আজ শুক্রবার সকাল ৯টায় আলোচনা শুরু হবে তৃতীয় ও শেষ দিনের অধিবেশন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় দিনের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের একান্ত বৈঠক যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের একজন অভিজ্ঞ কূটনীতিক। বৈঠকে উভয় দেশের বাণিজ্য স্বার্থ এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিক আলোচনা হয়েছে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, রপ্তানি সম্ভাবনা এবং ব্যবসাবান্ধব নীতিমালার দিক তুলে ধরেন। বাংলাদেশ কেবল রপ্তানি নয়, বরং যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণও বাড়ানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। শুল্ক কাঠামোর ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্যতা ও ইতিবাচক মনোভাব প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেন তিনি।

তৃতীয় দিনের আলোচনা শেষে চূড়ান্তভাবে কোন কোন বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং অমীমাংসিত ইস্যুগুলোর ভবিষ্যৎ দিকনির্দেশনা কী হতে পারে—তা নিয়ে আজকের আলোচনার দিকে তাকিয়ে রয়েছে দুই দেশের ব্যবসায়ী ও কূটনৈতিক মহল।