ট্রাম্পের শুল্কনীতির বুমেরাং: বিশ্ববাজারে শক্তি হারাচ্ছে ডলার

us dollar decline trump tariff policy

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হারানো গৌরব ফেরানোর লক্ষ্যে বিশ্বের অধিকাংশ দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে এই কৌশল উল্টো প্রভাব ফেলেছে মার্কিন অর্থনীতিতে। শুল্ক ঘোষণার পর থেকে ডলারের মান বিশ্ববাজারে ক্রমাগত হ্রাস পাচ্ছে।

১৮ এপ্রিল ইউএস ডলার ইনডেক্স দাঁড়ায় ৯৯.২৩, যা জানুয়ারিতে ছিল ১১০। অর্থাৎ মাত্র তিন মাসে ডলারের শক্তি কমেছে ৯.৩১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই পতনের অন্যতম কারণ হলো বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাওয়া এবং মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা কমে যাওয়া।

বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত ডলার এখন ইউরো, পাউন্ড, ইয়েন এবং এমনকি ভারতীয় রুপির তুলনায়ও দুর্বল হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষার চেষ্টা করলেও বাস্তবে এটি হয়েছে বিপরীত—বিনিয়োগকারীরা ডলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

এছাড়া, সুইফট সিস্টেমের বিকল্প ডিজিটাল মুদ্রার সম্ভাবনা এবং বিভিন্ন দেশের ইউয়ানে বাণিজ্য করার উদ্যোগও ডলারের আধিপত্যের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলছে। জেফরি স্যাক্সের মতে, ট্রাম্পের শুল্কনীতি হয়তো মার্কিন আধিপত্যের অবসানের সূচনা করেছে।