জাতিসংঘে ইউএস স্পেশাল এনভয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

yunus us envoy election meeting

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

ড. ইউনুস বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য পুরোপুরি প্রস্তুত।”

বৈঠকে সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

দুই পক্ষের আলোচনায় বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য প্রচারসহ বিভিন্ন বিষয় স্থান পায়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রিত ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার অনুরোধ জানান। জবাবে মার্কিন পক্ষ জানায়, তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় ড. ইউনুস উল্লেখ করেন, এক দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন না হওয়ায় সরকার এর পুনরুজ্জীবনে কাজ করছে। তিনি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত হবে।

এছাড়া তিনি নেপাল, ভুটান ও ভারতের সাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। “আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারব,” তিনি বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা সার্জিও গরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।