যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও দাবি করেন, “এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী সংগঠন, তাই জুলাই অভ্যুত্থানপন্থী শক্তির ওপর হামলে পড়ায় আমাদের অবাক হওয়ার কিছু নেই।”
আখতার হোসেন অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা জরুরি।”
এদিকে, হামলার পর এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, এবং ‘শেখ হাসিনার বিচার চাই’ স্লোগান তোলেন।