মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে অনেক দেশ ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে। নতুন শুল্কনীতির ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যা আগে গড়ে ১৫% ছিল।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার। বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ৮.৪ বিলিয়ন ডলার, যার মধ্যে গত বছর পোশাক রপ্তানিই ছিল ৭.৩৪ বিলিয়ন ডলার। নতুন শুল্কের ফলে বাংলাদেশি পোশাকের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যেতে পারে।
আরো পড়ুনঃ শুল্ক আরোপের হুমকির মুখে শক্ত অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন
হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। তিনি এই দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, “এই সিদ্ধান্ত আমেরিকাকে পুনরায় সমৃদ্ধ করবে।”

শুধু বাংলাদেশই নয়, ট্রাম্পের এই সিদ্ধান্তে অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হবে। নতুন শুল্কের আওতায় এসেছে—
- ভারতের পণ্য: ২৬%
- পাকিস্তানের পণ্য: ২৯%
- চীনের পণ্য: ৩৪%
- ইউরোপীয় ইউনিয়নের পণ্য: ২০%
- ভিয়েতনামের পণ্য: ৪৬%
- শ্রীলঙ্কার পণ্য: ৪৪%
- জাপানের পণ্য: ২৪%
- দক্ষিণ কোরিয়ার পণ্য: ২৫%
- যুক্তরাজ্যের পণ্য: ১০%
এছাড়া, মিয়ানমার, লাওস এবং মাদাগাস্কারের পণ্যের ওপর যথাক্রমে ৪৪%, ৪৮% এবং ৪৭% শুল্ক বসানো হয়েছে।