শুল্ক আরোপের হুমকির মুখে শক্ত অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন

EU has 'strong plan' to tackle tariffs

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিকল্পনার বিরুদ্ধে ‘শক্তিশালী পদক্ষেপ’ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। তবে সংস্থাটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়ার ওপরও জোর দিচ্ছে।

ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন মঙ্গলবার বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে, তাহলে এর মোকাবিলায় আমাদের একটি শক্তিশালী পরিকল্পনা রয়েছে।” তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, ইইউ সংঘাত নয়, আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান খুঁজে পেতে চায়।

প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২ এপ্রিলকে ‘লিবারেশন ডে’ ঘোষণা করেছেন এবং ওই দিন তিনি একগুচ্ছ নতুন শুল্ক নীতির ঘোষণা দিতে পারেন। বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনেকের ধারণা, ট্রাম্প ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা প্রতিসম শুল্ক ব্যবস্থা চালু করতে পারেন।

হোয়াইট হাউসের মতে, নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ১০ হাজার কোটি ডলার রাজস্ব আয় হতে পারে। তবে এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও ইউরোপের ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ইউরোপে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।

ইইউ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ভন ডার লিয়েন বলেন, “আমরা ট্রাম্পের ঘোষণাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা। তবে আমাদের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।”

বিশ্ব বাণিজ্য বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইইউ-এর মধ্যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়, আলোচনার মাধ্যমে উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা।