মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মানুষ পাঠানোর সঙ্গে জড়িত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যারা জেনেশুনে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন চলতি বছরের শুরুতে তিনটি আলাদা সামরিক বিমানে ৩০০-এর বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ ছাড়া পানামা থেকেও প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।
বিশেষত পাঞ্জাব ও গুজরাট অঞ্চল থেকে আগত এসব অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন ট্রাভেল এজেন্টের সহায়তায় অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। সাধারণত এই যাত্রাপথে তারা ৩০ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত খরচ করেন এবং ভারত-দুবাই-ব্রাজিল-পানামা-মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালান।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “যারা অবৈধ অভিবাসনের পরিকল্পনা ও কার্যক্রমে যুক্ত, তাদের জবাবদিহির আওতায় আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” তবে এই নিষেধাজ্ঞার আওতায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি অবৈধ অভিবাসনের বিপক্ষে অবস্থান নেয় এবং যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন, তাদের দেশে ফিরিয়ে নিতে ভারত প্রস্তুত।