বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা

USA Visa Bond

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় এই তথ্য জানিয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতকরণ তালিকা, যা ‘ভিসা বন্ড’ নামে পরিচিত, সেখানে অন্তর্ভুক্ত করা হয়। এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, অর্থাৎ ওভারস্টে করেন, তাদের নিরুৎসাহিত করা।

ভিসা অনুমোদনের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ভিসা বন্ড পরিশোধ করতে হবে। কনসুলার অফিসার ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর pay.gov লিংকের মাধ্যমে বন্ড জমা দেওয়ার নির্দেশনা দেবেন। এই ভিসা সর্বোচ্চ তিন মাসের জন্য কার্যকর থাকবে এবং একবারের বেশি প্রবেশের সুযোগ থাকবে না।

এ ছাড়া বাংলাদেশি ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে। সেগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (BOS), জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (JFK) এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (IAD)।

ভিসার সব শর্ত সঠিকভাবে পালন করলে দেশে ফিরে আসার পর বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিজ দেশে প্রত্যাবর্তন করা।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ হতে পারে ১৫ হাজার মার্কিন ডলার।