উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: স্কোয়াড্রন লিডার নিহত

uttara-air-force-training-jet-crash

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে স্কোয়াড্রন লিডার তোকির নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন কলেজের এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—কলেজের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন,

“আমি পাঁচ মিনিট আগে শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান,

“আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, আরও দুটি ইউনিট পথে রয়েছে।”

বিধ্বস্তের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো আহতদের পরিচয় বা বিস্তৃত তথ্য নিশ্চিত করা হয়নি। বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।