শেষ মুহূর্তে গোল খেয়ে ভিনিসিয়ুসের ২০০তম ম্যাচে রিয়ালের হার

real madrid vs valencia

লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ২০০তম ম্যাচ খেললেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু মাইলফলকের এই ম্যাচটিকে ভোলারই চেষ্টা করবেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কারণ, তাঁর পেনাল্টি মিসের পরই রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে বসে। ম্যাচের যোগ করা সময়ে গোল খেয়ে হার মানে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ১৩ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। তবে তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। সেই মিসের শাস্তি পেতে বেশি সময় নেয়নি রিয়াল। মাত্র দুই মিনিট পরই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। দিয়েগো লোপেজের কর্নার থেকে হেডে গোল করেন মুকতার দিয়াখাবি।

প্রথমার্ধে পিছিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে গোল করে সমতায় ফেরায় দলটি। লুকা মদরিচের কর্নার থেকে বল পেয়ে জুড বেলিংহাম সেটআপ করেন ভিনিসিয়ুসকে, আর এবার আর ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা।

তবে সমতা টিকিয়ে রাখতে ব্যর্থ হয় রিয়াল। একের পর এক সুযোগ মিস করার খেসারত দিতে হয় ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। রাফা মিরের ডান দিক থেকে বাড়ানো দুর্দান্ত এক ক্রসে হেডে গোল করেন বদলি খেলোয়াড় উগো দুরো। এই গোলেই ম্যাচে জয় নিশ্চিত করে ভ্যালেন্সিয়া।

এই হারে পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে পাঁচটি হারে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৬০। আজ রাতে রিয়াল বেতিসকে হারাতে পারলে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে নামিয়ে আনতে পারবে বার্সা।

মাইলফলকের ম্যাচেও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া ভিনিসিয়ুসকে নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে। রিয়ালের শিরোপা যাত্রায় এমন এক পরাজয় কতটা প্রভাব ফেলবে, সেটা সময়ই বলে দেবে।