পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’। রাজধানীর অ্যালটিস অ্যারেনায় সোমবার (১০ নভেম্বর) উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনটি লিসবনে ওয়েব সামিটের দশম আসর।
২০০৯ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে যাত্রা শুরু করা এই সম্মেলনের লক্ষ্য ছিল প্রযুক্তি দুনিয়ার উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের এক প্ল্যাটফর্মে আনা। এখন এটি বিশ্বের শীর্ষ প্রযুক্তি ইভেন্টে পরিণত হয়েছে।
এবারের সামিটে ১৬০টি দেশের প্রায় ৫০০ প্রযুক্তিপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উপস্থিত রয়েছেন স্টার্টআপ উদ্যোক্তা, বিনিয়োগকারী, করপোরেট নেতা, নীতিনির্ধারক ও সাংবাদিকেরা। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফিনটেক, সাইবার নিরাপত্তা, স্থায়িত্ব ও ক্লাইমেট টেক।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘স্টার্টআপ পিচ প্রতিযোগিতা’, যেখানে উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প উপস্থাপন করছে বিনিয়োগ অর্জনের লক্ষ্যে। এ বছর ২৪টি ভিন্ন স্টেজে ১,২০০–এর বেশি বক্তা বক্তব্য দিচ্ছেন।
ওয়েব সামিটের সিইও প্যাডি কসগ্রেভ জানান, পর্তুগিজ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত লিসবনে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। বর্তমানে রিও (ব্রাজিল), ভ্যাঙ্কুভার (কানাডা) ও দোহা (কাতার)-তেও অনুষ্ঠিত হচ্ছে সামিটের আঞ্চলিক সংস্করণ।
উদ্বোধনী দিনে বক্তব্য দেন লিসবন সিটির মেয়র কার্লোস ময়েদা, কনটেন্ট ক্রিয়েটর খাবি লেইম এবং সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভা। এছাড়া এবারের সম্মেলনে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় ১ হাজার গণমাধ্যম ও ২,৫০০-এর বেশি সাংবাদিক। বাংলাদেশ থেকেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও প্রতিনিধি অংশ নিচ্ছে।
তবে সম্মেলনকে ঘিরে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে লিসবন বিমানবন্দরে। বিশ্বের বিভিন্ন দেশের ধনী উদ্যোক্তা ও কোম্পানি মালিকরা ব্যক্তিগত জেটে করে লিসবনে আসছেন। কিন্তু অতিরিক্ত চাপ পড়ায় অনেক প্রাইভেট জেটকে বাধ্য হয়ে আশপাশের বিমানবন্দর ও স্পেনের বিভিন্ন শহরে অবতরণ করতে হচ্ছে।
