সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন এখন যেন নিত্যসঙ্গী। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো অ্যাপে এই বিজ্ঞাপন এতটাই বেড়েছে যে ব্যবহারকারীদের বিরক্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন পর্যন্ত এই দিক থেকে ব্যতিক্রম ছিল হোয়াটসঅ্যাপ। তবে সেই শান্তির দিন এবার শেষ হতে চলেছে।
জাকারবার্গের মালিকানাধীন মেটা ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচারে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। ব্যবহারকারীরা যখন স্ট্যাটাস চেক করবেন, তখনই এই বিজ্ঞাপন তাদের সামনে আসবে। তবে স্বস্তির খবর হলো, চ্যাট বা ভয়েস কল– এসব জায়গায় এখনই বিজ্ঞাপন ঢুকছে না।
নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা আরও বেশি প্রাইভেসি পাবেন।
এই ফিচারটি চালু করলে:
- কেউ আর আপনার গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট এক্সপোর্ট করতে পারবে না।
- তবে স্ক্রিনশট নেওয়া যাবে আগের মতোই।
এই সুবিধা পেতে যা করতে হবে:
- হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।
- উভয় ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপেই থাকতে হবে সর্বশেষ সংস্করণ।
- এরপর Settings > Privacy > Advanced Chat Privacy অপশন চালু করলেই ফিচারটি সক্রিয় হবে।