ভারতের তিন কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

3 Toxic Indian Cough Syrups

ভারতের তিনটি কফ সিরাপের ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই সিরাপগুলোতে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক ডায়াথিলিন গ্লাইকোল পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, সংশ্লিষ্ট সিরাপগুলো হলো— শ্রেসান ফার্মাসিউটিক্যালস এর তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এর রেসপিফরেশ টিআর, এবং শেপ ফার্মা এর রিলাইফ। পরীক্ষায় দেখা গেছে, এই তিন কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার তুলনায় ৫০০ গুণ বেশি।

ডায়াথিলিন গ্লাইকোল সাধারণত ওষুধ তৈরিতে দ্রাবক হিসেবে অল্প পরিমাণে ব্যবহার করা হয়। তবে নির্ধারিত মাত্রার বেশি হলে এটি কিডনি বিকল, স্নায়ু ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমে জানা গেছে। এর আগে ২০২৩ সালে অন্য এক ভারতীয় কোম্পানির কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ জন শিশুর মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এসব কফ সিরাপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বাজার থেকে অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। সংস্থাটি সকল দেশকে এই তিন ব্র্যান্ডের সিরাপ বিক্রি বা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।