উইজডেনের বর্ষসেরা টি–টুয়েন্টি একাদশে মোস্তাফিজুর রহমান

mustafizur rahman wisden t20 team

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। স্বীকৃত ম্যাচসহ সব ধরনের টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় ক্রিকেট–বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট উইজডেন প্রকাশ করেছে পুরুষদের বর্ষসেরা টি–টুয়েন্টি একাদশ। সেই একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।

উইজডেন জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ সালের শেষ দিকে আন্তর্জাতিক টি–টুয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি বছরজুড়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগ। আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের টি–টুয়েন্টি ম্যাচের সামগ্রিক পারফরম্যান্স বিশ্লেষণ করেই এই একাদশ নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় দল।

ডেথ ওভারে কার্যকর বোলিং, বৈচিত্র্যময় কাটার এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য বরাবরই আলোচিত মোস্তাফিজুর রহমান। ২০২৫ সালে জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই মর্যাদাপূর্ণ একাদশে জায়গা করে দিয়েছে।

উইজডেনের প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা টি–টুয়েন্টি একাদশে মোস্তাফিজ ছাড়াও জায়গা পেয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক ক্রিকেটার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টুয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।