বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন তিনি।
আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আলী রাজ বলেন,
“আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।”
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।
শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য স্থানেও ড. জাকির নায়েকের বক্তব্যের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজক আলী রাজ।
তিনি বলেন,
“আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর বক্তৃতা শোনার সুযোগ পান। তাই ঢাকার বাইরেও কিছু আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”
ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে আয়োজন করা হচ্ছে বলেও জানান আলী রাজ।
তিনি বলেন,
“এই ইভেন্ট থেকে কোনো বাণিজ্যিক লাভের লক্ষ্য নেই। এটি হবে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে আয়োজিত একটি চ্যারিটি প্রোগ্রাম।”
ড. জাকির নায়েক বিশ্বের অন্যতম পরিচিত ইসলামী বক্তা ও গবেষক। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF)-এর প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে ইসলামী দাওয়াত ও গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর বক্তৃতা ও আলোচনা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশে তাঁর এই আগমনকে ঘিরে ইসলামী চিন্তাবিদ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।