নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

zohoran mamdani Muslim Mayor

নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে তিনি শহরটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন।

সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন মামদানি। এর মাধ্যমে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র, পাশাপাশি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকাজনিত জন্মগ্রহণকারী প্রথম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন।

এছাড়া, এক শতাব্দীর মধ্যে তিনিই শহরের সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

বর্তমান মেয়র এরিক অ্যাডামস দ্বিতীয় মেয়াদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করলেও গত সেপ্টেম্বরে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নিউইয়র্ক সিটি নির্বাচন বোর্ড জানিয়েছে, এবারের নির্বাচনে প্রায় ১৭ লাখ ভোটার অংশ নিয়েছেন—যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৯৩ সালের নির্বাচনের পর এটাই সর্বাধিক ভোটার উপস্থিতির রেকর্ড।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচন বাদে সর্বোচ্চ আগাম ভোট।

ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফল ঘোষণা করা হয়।

অ্যাস্টোরিয়া এলাকায় নিজ ভোটকেন্দ্রে ভোট দেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো ও সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ হ্রাসের প্রতিশ্রুতি দেন। তরুণ ও মধ্যবিত্ত শ্রেণির ভোটারদের মধ্যেও তিনি বিপুল সাড়া পেয়েছেন।

তার এই ঐতিহাসিক বিজয় শুধু নিউইয়র্ক নয়, বরং সমগ্র মার্কিন রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।